রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১০ এপ্রিল ২০২৪ ১২ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই কেজরিওয়ালের আবেদন নামঞ্জুর করে দিয়েছে। অমিত শাহ বলেন, নিজের গ্রেপ্তারি নিয়ে কেজরিওয়ালের চ্যালেঞ্জ অগ্রাহ্য করেছে আদালত। আগামীদিনেও তাই হবে। যারা দাবি করছেন তাঁরা কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাঁদের সমস্ত দাবি নামঞ্জুর করা হবে। মঙ্গলবারই কেজরিওয়ালের জেল হেফাজতের সময়সীমা বাড়িয়েছে আদালত। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল। তবে সেখানেও কতটা গ্রাহ্য হবে তাঁর যুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদরা। অমিত শাহ বলেন, হাই কোর্ট বলেছে তিনি এবং তাঁর দল দুর্নীতির সঙ্গে যুক্ত। ২১ মার্চ কেজরিওয়ালকে আবগারি মামলায় গ্রেপ্তার করে ইডি। বর্তমানে কেজরিওয়ালের ঠিকানা তিহার জেল।